Posts

Showing posts from December, 2018

সন্তান মানুষ করবেন কিভাবে চানক্য উবাচ How to guide a child through the light of chanakya

Image
পৃথিবীতে কেউ মানুষ হয়ে জন্মায় না। আর পাঁচটা পশুর মতো জন্ম নিয়ে মানুষ হতে হয়। যখন সে মানুষ হয়ে ওঠে তখন তার দ্বিতীয় বার জন্ম হয়। তাই প্রকৃত মানুষেরই আর এক নাম দ্বিজ। দ্বিতীয়বার জন্ম হয় যার তারই নাম দ্বিজ।   মান আর হুঁশ –এই দুটিতে যে পূর্ণ সেই মানুষ। আপনি কি সন্তানের পিতা বা মাতা, অথবা হতে চলেছেন, কিংবা হবেন   ভাবছেন ? তাহলে এটি সম্পূর্ণ রূপে আপনার জন্য। সন্তানকে সত্তিকারের মানুষ করে তোলার জন্য মহামতি চানক্য তাঁর নীতি শাস্ত্র গ্রন্থে বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন। তবে চলুন দেখা যাক কিভাবে সন্তান মানুষ করতে হয়।  জন্মের প্রথম পাঁচ বছর পর্যন্ত লালন করুন। শাষন নয় অত্যন্ত গভীর ভালবাসায় মমতায় স্নেহের বেড়াজালে আগলে রাখতে হয়। রাখতে হয় আলো আঁধারি মায়াবী জগতে। বাগানের সবথেকে নাজুক চারাগাছটির যেভাবে যত্ন নেন ঠিক সেভাবেই।   পরবর্তী দশ বছর কঠোর সাশনে । কঠোর অনুশাষনে তাকে শেখাতে হয় ন্যায় নীতি বোধ, উচিৎ অনুচিত ও ভালো মন্দের তফাৎ। এটা কেবল উপদেশে কাজ হয় না। মনে পড়ছে সেই চিরন্তন বাংলা কথাটা – অপনি আচরি ধর্ম অপরে শেখাও। হ্যাঁ, charity begins at home   একদম সেটাই ফলো করুতে...