Posts

Showing posts from March, 2019

শত্রু দমন করবেন কিভাবে

কিভাবে শত্রুকে ঘায়েল করবেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার শত্রু নেই, এমন কোন পরিবার নাই যার শত্রু নেই, এমন কোন দেশ নাই যার শত্রু নেই। তাই সে আপনি ব্যক্তি নায়ক হোন বা রাষ্ট্র নায়ক, অন্তত পাঁচ সাত টা ভিলেন আপনার আছেই। তাদের বধ করতে পারলে তবেই আপনি নায়ক নইলে you are nothing but a loser. । সুতরাং শত্রু বধ করতেই হবে। বধ না করুন দমনতো করতেই হয়। কিন্তু কিভাবে? সেটা জানার আগে Prevention Is Better Than Cure   এই কথাটার আগে বুঝে নিই। এটা রোগের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি শত্রুর জন্যও ভীষন জরুরী। মহামতি চানক্য বলছেন, আজ যে আপনার প্রিয় বন্ধু কাল সে আপনার শত্রু হয়ে যেতেই পারে। তাই রাবনের মৃত্ত্যু বানের মতো নিজের দুর্বলতা নিজের কাছেই গোপন রাখুন।কখনোই কাউকে জানতে দেবেন না।   এছাড়াও একটা কথা খুব প্রচলত আছে, যে বোবার কোন শত্রু নেই। অর্থাৎ যারা বেশি কথা বলে তাদেরই শত্রু বেশি হয়। সুতরাং কম কথা বলুন। এবং যেটুকু বলবেন তা যেন শ্রুতিমধুর হয়। রূঢ বা কটু কথাই বেশিরভগ ক্ষেত্রে শত্রুতার জন্ম দেয়। শ্রুতিমধুর কথা বলা খুবই কঠিন কাজ। সুতরাং ভুল হতেই পারে। শত্রু জন্মাতেই পারে। তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক