Posts

Showing posts from April, 2019

বিবাহের আট কাহন ।। বিবাহ কত রকমের হয় ও কি কি ।।

জীবন একটা তরনীর মতো। সময় রূপ নদীতে ভাসে চলেছে জন্ম থেকে অবিরাম। এই নদীতে ভাসতে ভাসতে একবার যে ঘাটে এসে দাঁড়াতেই হয়, যে ঘাটে এসে দাঁড়ালে নৌকোর রঙ যায় বদলে, বদলে যায় কিছুটা গঠনও, সেই ঘাটের নাম বিবাহ । বিবাহ শব্দটি সংস্কৃত। বি পূর্বক বহ্ ধাতুর সাথে ঘঞ প্রত্যয় যোগে শব্দটির জন্ম। বি উপসর্গটির অর্থ হল ‘বিশেষ রূপে’, ‘বহ্’ ধাতুর অর্থ - ‘বহন করা’, সুতরাং বিবাহ হল বিশেষ রূপে বহন করা।   কিন্তু কি বিশেষ রূপে কী বহন করাকে বিবাহ বলা হয়। পণ্ডিতরা বলছেন - পুরুষ দ্বারা স্ত্রীর ভরণ-পোষণ এবং মানসম্ভ্রম রক্ষার সার্বিক ভার বহন করার অঙ্গীকার হল বিবাহ।সত্যিই কী তাই? নাকি এর গভিরে রয়েছে আরো অনেক রহস্য? আপনারা কমেণ্ডবক্সে লিখে জানান। প্রায় ৫০ লক্ষ বছর আগে প্রথম মানব সদৃষ প্রানীর উদ্ভব । প্রায় ১ লক্ষ বছর আগেও মানুষ উলঙ্গ ছিল, আর পাঁচটা বন্য পশুর মতো হিংশ্র। খাদ্য সংগ্রহ, খাদ্য গ্রহন, যৌন মিলন, আত্মরক্ষার জন্য লড়াইয়ের কৌশল তৈরী, লড়াই, আর মৃত্যু। ৩০ হাজার বছর আগে প্রথম পোষাক ব্যবহার করতে শেখে। তখনও বাবা, ভাই, বোন ইত্যাদি সম্পর্কের প্রশ্নই ছিল না। তবুও সেই সময় পুরুষ ইচ্ছে করলেই যে কোন নারীর সঙ্...