Who is Rama and he is in Indian Politics
সাল ২০১৯ । স্থান ভারতবর্ষ। দেশ মোদি ময় মোদি দেশ ময়। একটা জাতীয়তাবোধের জোয়ার। জোয়ারে ভাষছে গোটা দেশ। যে জোয়ারের নতুন স্লোগান জয় শ্রী রাম। কারো কাছে এটা একটা গালা-গালি। কারো কাছে এটা ধর্ম নিয়ে রাজনীতি। কারন রাম হিন্দু ধর্মের সাথে জড়িয়ে আছে। সুতরাং রাজনীতির ধর্ম বা ধর্মের রাজনীতিকে সিকেয় তুলেদিয়ে আমরা বরং এই আবসরে রামের রান্নাঘরে ঢুকে দেখি রামের হাল হকিকত। একটু সহজ করে বললে, কে রাম, কেন রাম, কোথায় রাম। রাম একটি পুং লিঙ্গাত্মক সংস্কৃত নাম বাচক শব্দ। যার আভিধানিক অর্থ হল – যাকে রমন করা যায় বা উপভোগ করা যায়। এর স্ত্রীলিঙ্গাত্মক শব্দ হল রামি। শব্দটি রাত্রির বিশেষণ । ব্যক্তি রাম হিসাবে রাম শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋক বেদের দশম মণ্ডলের তিরানব্বইতম অধ্যায়ের চৌদ্দ নম্বর শ্লোকে। যেখানে বলা হয়েছে – पर तद दुःशीमे पर्थवाने वेने पर रामे वोचमसुरेमघवत्सु | ये युक्त्वाय पञ्च शतास्मयु पथा विश्राव्येषाम || pra tad duḥśīme pṛthavāne vene pra rāme vocamasuremaghavatsu | ye yuktvāya pañca śatāsmayu pathā viśrāvyeṣām || ...