পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য।
পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য।। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি প্রমং তপঃ পিতরি পিতৃমা পন্নে পৃয়ন্তে সর্ব দেবতা জননী জন্ম ভূমিশ্চ সর্গাৎ অপি গরীয়সী। পিতা স্বর্গের সমান। ধর্মের আর এক নাম পিতা এবং পিতাই পরম তপস্যার আর এক নাম। এছাড়া জন্মদাত্রী মাতা এবং জন্মভূমি দুইই স্বর্গের থেকেও মহান। আমরা সন্তানেরা সেই স্বর্গের অধিবাসী। জন্ম থেকে বার তের বৎসর পর্যন্ত সেই স্বর্গসুখ, সেই স্বর্গের অমৃত আকণ্ঠ পান করি। তাই ওই বয়সে বাবাকে মনে হয় পৃথিবীর শ্রেষ্ট পুরুষ। মাকে মনে হয় শ্রেষ্ঠ বন্ধু। স্বর্গে কেউ নিরবিচ্ছিন্ন সুখ ভোগ করতে পারে না। অসুরেরা সুযোগ পেলেই হানা দেয়। স্বর্গ দখল করে বিতাড়িত করে স্বর্গবাসীদের। দেবতারা অমর। তাদের স্বর্গ ফিরে পেলেই হল। সময়ের চিন্তা নেই তাদের। কিন্তু মানুষ মরণশীল। হাতে সময় খুব কম। স্বর্গ যদি অসুর দ্বারা দখল হয়ে যায়, ওই অল্প সময়ের মধ্যে সেই স্বর্গ ফিরে পাবে কি না তার কোন গ্যারেন্টি নেই। তাই প্রত্যেক স্বর্গবাসীরর উচিৎ স্বর্গসুখ ভোগ করার পাশাপাশি স্বর্গের অতন্দ্র প্রহরীরূপে সজাগ থাকা। মানুষের কাছে স্বর্গ হল মা এবং বাবা। স্বর্গবসী হল সেই মানুষ ...