Posts

Showing posts from March, 2023

হোলি কী ও কত রকমের ?

Image
হোলি উৎসব কি ( What is Holi festval) শীতের রূক্ষতা আর পাতা ঝরার দিন কাটিয়ে প্রকৃতি যখন নতুন করে সেজে ওঠে, ডালে ডালে নতুন পাতা আর নতুন ফুলের ডালি নিয়ে মানুষকে আমন্ত্রন জানায় তাদের সাথে নতুন করে সেজে উঠতে, কৃষ্ণচুড়া আর পলাশ যখন আকাশে রাঙিয়ে তোলে  – তখন রঙ লাগে মানুষের মনেও। মনের সেই রঙ প্রকাশ পেতে চায় বাইরে। পবিত্রতা, ভালবাসা সাম্য ও মিলন উৎসব রূপে জন্ম নেয় - দোল উৎসব প্রত্যেক বছর বসন্ত ঋতুতে বাংলা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপন করা হয়। বসন্ত ঋতুতে শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্মকালকে অভ্যর্থনা জানানোর জন্য গৌধুলীবেলা র আকাশ যেমন নানান রঙে রঙিন হয়ে ওঠে, তেমনি করেই আবিরের নানান রঙে হোলি উৎসব উদযাপন করা হয়। কিন্তু কী এই হোলী? কিখাবেই বা জন্ম হল এই উতসবের? আসুন দেখি এই ভিডিওতে। শান্তিনিকেতনে হোলি উৎসবের মনে করা হয় , ১৯০৭ সালের ১৭ ফেব্রুয়ারি বসন্তপঞ্চমীতে অর্থাৎ সরস্বতী পুজার দিনে রবীন্দ্রনাথের বালক পুত্র শমীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে পালিত হত ঋতু উৎসব। সেই থেকেই এই শান্তিনিকেতনে আজকের বসন্তোৎসবের সূচনা। তবে তখন এই অনুষ্ঠান পালনের নির্দিষ্ট কোনও তিথি ছিল না। বিভিন্ন বছর বিভিন...