Posts

Showing posts from April, 2023

অখণ্ড ভারত কত বড় ছিল?

  যারা বলেন ভারত তেরে টুকড়ে হোঙ্গে, কিংবা যারা বলেন চাই অখণ্ড ভারত – এমন দাবী করা লোকের সংখ্যা কম নয়। কিন্তু কজনই বা জানে আজ পর্জন্ত ভারত কত টিকরো হয়েছে? কিংবা প্রাচীন অখণ্ড ভারত ঠিক কতটা বড়! আসুন এই ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করি। প্রথমে দেখে নিই প্রাচীন ভারত বর্ষের সীমানা কেমন ছিল। হিন্দু পুরাণ, বায়ু প্ররাণ প্রভৃতিতে বলা হয়েছে – उत्तरं यत् समुद्रस्य , हिमाद्रश्चैव दक्षिणम् । वर्ष तद् भारतं नाम , भारती यत्र संतति ।।   অর্থাৎ ভারত মহাসাগরের উত্তরে এবং হিমালয় পর্বতমালার দক্ষিণে অবস্থিত ভূমিকে ভারত বলা হয় যারা ভারতকে হিন্দুস্তান হিসেবে চেনে – তাদের জন্য বৃহস্পতি আগম গ্রন্থে বলা হয়েছে – हिमालयं समारम्भ्य यावद् इन्दु सरोवरम । तं देव निर्मित देशं , हिन्दुस्थानं प्रचक्षते ।।   হিমালয় থেকে ইন্দু মহাসাগর পর্যন্ত দেবতাদের তৈরি এই ভূভাগকে বলা হয় হিন্দুস্তান। অর্থাৎ ভারতবর্ষ ও হিন্দুস্তান একই দেশের নাম ।   এতো গেল উত্তর দক্ষিনের কথা। প্রাচীন ভারত পূর্ব পশ্চিমে কতদূর বিস্তৃত ছিল? হিমালয়ের কেন্দ্রস্থল ' কৈলাস মানসরোব...