Posts

Showing posts from 2023

Why PM Modi is the boss 20 Reasons

Image
Why PM Modi is the boss 20 Reasons  As an AI language model, I can provide you with a list of reasons why some people may view Narendra Modi as a strong and influential leader. However, it's important to note that opinions on political leaders can vary greatly, and this list is not exhaustive or definitive. Here are 20 reasons why some individuals may consider Narendra Modi to be a strong leader: Charismatic personality: Modi possesses strong oratory skills and is known for his powerful speeches that captivate the audience. Economic reforms: He has implemented various economic policies such as demonetization, the Goods and Services Tax (GST), and initiatives like "Make in India" to boost the country's economy. Digital India campaign: Modi has promoted the use of technology and digitization to improve governance, access to services, and connectivity across the country. Infrastructure development: The Modi government has focused on developing physical infrastructure s...

অখণ্ড ভারত কত বড় ছিল?

  যারা বলেন ভারত তেরে টুকড়ে হোঙ্গে, কিংবা যারা বলেন চাই অখণ্ড ভারত – এমন দাবী করা লোকের সংখ্যা কম নয়। কিন্তু কজনই বা জানে আজ পর্জন্ত ভারত কত টিকরো হয়েছে? কিংবা প্রাচীন অখণ্ড ভারত ঠিক কতটা বড়! আসুন এই ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করি। প্রথমে দেখে নিই প্রাচীন ভারত বর্ষের সীমানা কেমন ছিল। হিন্দু পুরাণ, বায়ু প্ররাণ প্রভৃতিতে বলা হয়েছে – उत्तरं यत् समुद्रस्य , हिमाद्रश्चैव दक्षिणम् । वर्ष तद् भारतं नाम , भारती यत्र संतति ।।   অর্থাৎ ভারত মহাসাগরের উত্তরে এবং হিমালয় পর্বতমালার দক্ষিণে অবস্থিত ভূমিকে ভারত বলা হয় যারা ভারতকে হিন্দুস্তান হিসেবে চেনে – তাদের জন্য বৃহস্পতি আগম গ্রন্থে বলা হয়েছে – हिमालयं समारम्भ्य यावद् इन्दु सरोवरम । तं देव निर्मित देशं , हिन्दुस्थानं प्रचक्षते ।।   হিমালয় থেকে ইন্দু মহাসাগর পর্যন্ত দেবতাদের তৈরি এই ভূভাগকে বলা হয় হিন্দুস্তান। অর্থাৎ ভারতবর্ষ ও হিন্দুস্তান একই দেশের নাম ।   এতো গেল উত্তর দক্ষিনের কথা। প্রাচীন ভারত পূর্ব পশ্চিমে কতদূর বিস্তৃত ছিল? হিমালয়ের কেন্দ্রস্থল ' কৈলাস মানসরোব...

হোলি কী ও কত রকমের ?

Image
হোলি উৎসব কি ( What is Holi festval) শীতের রূক্ষতা আর পাতা ঝরার দিন কাটিয়ে প্রকৃতি যখন নতুন করে সেজে ওঠে, ডালে ডালে নতুন পাতা আর নতুন ফুলের ডালি নিয়ে মানুষকে আমন্ত্রন জানায় তাদের সাথে নতুন করে সেজে উঠতে, কৃষ্ণচুড়া আর পলাশ যখন আকাশে রাঙিয়ে তোলে  – তখন রঙ লাগে মানুষের মনেও। মনের সেই রঙ প্রকাশ পেতে চায় বাইরে। পবিত্রতা, ভালবাসা সাম্য ও মিলন উৎসব রূপে জন্ম নেয় - দোল উৎসব প্রত্যেক বছর বসন্ত ঋতুতে বাংলা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপন করা হয়। বসন্ত ঋতুতে শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্মকালকে অভ্যর্থনা জানানোর জন্য গৌধুলীবেলা র আকাশ যেমন নানান রঙে রঙিন হয়ে ওঠে, তেমনি করেই আবিরের নানান রঙে হোলি উৎসব উদযাপন করা হয়। কিন্তু কী এই হোলী? কিখাবেই বা জন্ম হল এই উতসবের? আসুন দেখি এই ভিডিওতে। শান্তিনিকেতনে হোলি উৎসবের মনে করা হয় , ১৯০৭ সালের ১৭ ফেব্রুয়ারি বসন্তপঞ্চমীতে অর্থাৎ সরস্বতী পুজার দিনে রবীন্দ্রনাথের বালক পুত্র শমীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে পালিত হত ঋতু উৎসব। সেই থেকেই এই শান্তিনিকেতনে আজকের বসন্তোৎসবের সূচনা। তবে তখন এই অনুষ্ঠান পালনের নির্দিষ্ট কোনও তিথি ছিল না। বিভিন্ন বছর বিভিন...

শিবরাত্রি কেন পালন করা হয়?

Image
প্রতি বছর   হিন্দু পঞ্জিকা   অনুযায়ী   ফাল্গুন   মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে   শিবরাত্রি   উৎসব উদযাপিত হয়। এই উৎসব হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন ভক্তের শিবের মস্তকে ফল , ফুল ও বিল্বপত্র অর্পণ করে।   মহাশিবরাত্রি   বা   শিবরাত্রি   হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি   ফাল্গুন   মাসের   কৃষ্ণ পক্ষের   চতুর্দশী   তিথিতে   পালিত হয়।   মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব   মহাদেব  ‘ শিবের মহা রাত্রি’।   শিব পুরাণ   অনুসারে , এই রাত্রেই   শিব   সৃষ্টি , স্থিতি ও প্রলয়ের মহা   তাণ্ডব নৃত্য   করেছিলেন। আবার এই রাত্রেই   শিব   ও   পার্বতীর   বিয়ে হয়েছিল।   অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে   গঙ্গাজল ,  দুধ ,  বেলপাতা ,  ফুল   দিয়ে পূজা করে থাকে। কাশ্মীরি হিন্দুরা উৎসবটিকে কাশ্মীর অঞ্চলের   হর-রাত্রি  ...