Popular posts from this blog
শত্রু দমন করবেন কিভাবে
কিভাবে শত্রুকে ঘায়েল করবেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার শত্রু নেই, এমন কোন পরিবার নাই যার শত্রু নেই, এমন কোন দেশ নাই যার শত্রু নেই। তাই সে আপনি ব্যক্তি নায়ক হোন বা রাষ্ট্র নায়ক, অন্তত পাঁচ সাত টা ভিলেন আপনার আছেই। তাদের বধ করতে পারলে তবেই আপনি নায়ক নইলে you are nothing but a loser. । সুতরাং শত্রু বধ করতেই হবে। বধ না করুন দমনতো করতেই হয়। কিন্তু কিভাবে? সেটা জানার আগে Prevention Is Better Than Cure এই কথাটার আগে বুঝে নিই। এটা রোগের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি শত্রুর জন্যও ভীষন জরুরী। মহামতি চানক্য বলছেন, আজ যে আপনার প্রিয় বন্ধু কাল সে আপনার শত্রু হয়ে যেতেই পারে। তাই রাবনের মৃত্ত্যু বানের মতো নিজের দুর্বলতা নিজের কাছেই গোপন রাখুন।কখনোই কাউকে জানতে দেবেন না। এছাড়াও একটা কথা খুব প্রচলত আছে, যে বোবার কোন শত্রু নেই। অর্থাৎ যারা বেশি কথা বলে তাদেরই শত্রু বেশি হয়। সুতরাং কম কথা বলুন। এবং যেটুকু বলবেন তা যেন শ্রুতিমধুর হয়। রূঢ বা কটু কথাই বেশিরভগ ক্ষেত্রে শত্রুতার জন্ম দেয়। শ্রুতিমধুর কথা বলা খুবই কঠিন কাজ। সুতরাং ভুল হতেই পারে। শত্রু জন্মাতেই পারে। তাহলে আসুন এখন জেনে ন...
অখণ্ড ভারত কত বড় ছিল?
যারা বলেন ভারত তেরে টুকড়ে হোঙ্গে, কিংবা যারা বলেন চাই অখণ্ড ভারত – এমন দাবী করা লোকের সংখ্যা কম নয়। কিন্তু কজনই বা জানে আজ পর্জন্ত ভারত কত টিকরো হয়েছে? কিংবা প্রাচীন অখণ্ড ভারত ঠিক কতটা বড়! আসুন এই ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করি। প্রথমে দেখে নিই প্রাচীন ভারত বর্ষের সীমানা কেমন ছিল। হিন্দু পুরাণ, বায়ু প্ররাণ প্রভৃতিতে বলা হয়েছে – उत्तरं यत् समुद्रस्य , हिमाद्रश्चैव दक्षिणम् । वर्ष तद् भारतं नाम , भारती यत्र संतति ।। অর্থাৎ ভারত মহাসাগরের উত্তরে এবং হিমালয় পর্বতমালার দক্ষিণে অবস্থিত ভূমিকে ভারত বলা হয় যারা ভারতকে হিন্দুস্তান হিসেবে চেনে – তাদের জন্য বৃহস্পতি আগম গ্রন্থে বলা হয়েছে – हिमालयं समारम्भ्य यावद् इन्दु सरोवरम । तं देव निर्मित देशं , हिन्दुस्थानं प्रचक्षते ।। হিমালয় থেকে ইন্দু মহাসাগর পর্যন্ত দেবতাদের তৈরি এই ভূভাগকে বলা হয় হিন্দুস্তান। অর্থাৎ ভারতবর্ষ ও হিন্দুস্তান একই দেশের নাম । এতো গেল উত্তর দক্ষিনের কথা। প্রাচীন ভারত পূর্ব পশ্চিমে কতদূর বিস্তৃত ছিল? হিমালয়ের কেন্দ্রস্থল ' কৈলাস মানসরোব...
Comments
Post a Comment