Popular posts from this blog
অখণ্ড ভারত কত বড় ছিল?
যারা বলেন ভারত তেরে টুকড়ে হোঙ্গে, কিংবা যারা বলেন চাই অখণ্ড ভারত – এমন দাবী করা লোকের সংখ্যা কম নয়। কিন্তু কজনই বা জানে আজ পর্জন্ত ভারত কত টিকরো হয়েছে? কিংবা প্রাচীন অখণ্ড ভারত ঠিক কতটা বড়! আসুন এই ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করি। প্রথমে দেখে নিই প্রাচীন ভারত বর্ষের সীমানা কেমন ছিল। হিন্দু পুরাণ, বায়ু প্ররাণ প্রভৃতিতে বলা হয়েছে – उत्तरं यत् समुद्रस्य , हिमाद्रश्चैव दक्षिणम् । वर्ष तद् भारतं नाम , भारती यत्र संतति ।। অর্থাৎ ভারত মহাসাগরের উত্তরে এবং হিমালয় পর্বতমালার দক্ষিণে অবস্থিত ভূমিকে ভারত বলা হয় যারা ভারতকে হিন্দুস্তান হিসেবে চেনে – তাদের জন্য বৃহস্পতি আগম গ্রন্থে বলা হয়েছে – हिमालयं समारम्भ्य यावद् इन्दु सरोवरम । तं देव निर्मित देशं , हिन्दुस्थानं प्रचक्षते ।। হিমালয় থেকে ইন্দু মহাসাগর পর্যন্ত দেবতাদের তৈরি এই ভূভাগকে বলা হয় হিন্দুস্তান। অর্থাৎ ভারতবর্ষ ও হিন্দুস্তান একই দেশের নাম । এতো গেল উত্তর দক্ষিনের কথা। প্রাচীন ভারত পূর্ব পশ্চিমে কতদূর বিস্তৃত ছিল? হিমালয়ের কেন্দ্রস্থল ' কৈলাস মানসরোব...
শিবরাত্রি কেন পালন করা হয়?
প্রতি বছর হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে শিবরাত্রি উৎসব উদযাপিত হয়। এই উৎসব হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন ভক্তের শিবের মস্তকে ফল , ফুল ও বিল্বপত্র অর্পণ করে। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘ শিবের মহা রাত্রি’। শিব পুরাণ অনুসারে , এই রাত্রেই শিব সৃষ্টি , স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল , দুধ , বেলপাতা , ফুল দিয়ে পূজা করে থাকে। কাশ্মীরি হিন্দুরা উৎসবটিকে কাশ্মীর অঞ্চলের হর-রাত্রি ...
Comments
Post a Comment